pic credit:geekdad

লকডাউনের জেরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। চলতি শিক্ষাবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দুরদর্শনে 'ভার্চুয়াল ক্লাস' এর ব্যবস্থা করতে চলেছে রাজ্য।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন:

১) শিক্ষা দপ্তরের হেল্পলাইন নম্বর ১৮০০১০৩৭০৩৩ নম্বরে ফোন করে শিক্ষার্থীরা এই 'ভার্চুয়াল ক্লাস' এর ব্যাপারে যাবতীয় তথ্য পেয়ে যাবে।

২) আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুরদর্শনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হবে এই ক্লাস। 

৩) বাংলার শিক্ষা পোর্টালে ইমেল, হোয়াটসঅ্যাপ বা ফোন করেও 'ভার্চুয়াল ক্লাস' এ প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা। ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে 'বাংলার শিক্ষা' পোর্টালে।

৪) অষ্টম শ্ৰেণীর পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে বললেও তারা যাতে পড়াশোনায় ঢিলেমি না করে সেই উদ্দেশ্যে 'বাংলার শিক্ষা' পোর্টালে তাদের জন্য হোমটাস্ক দেওয়া হবে। বিদ্যালয় খোলার পর সেই হোমটাস্ক দেখাতে হবে শিক্ষকদের।

৭ থেকে ১৩ এপ্রিল 'ভার্চুয়াল ক্লাস' এর ঘোষণা হলেও কোনদিন কিভাবে ক্লাস হবে তা দুদিনের মধ্যেই শিক্ষা পোর্টালে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও মাঝপথে স্থগিত হয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ১৫ এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।