লকডাউন ঘোষণার পর ফের একবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দ্যেশ্যে ভিডিও বার্তা দিলেন।
৫ এপ্রিল রাত ৯ টায় সব লাইট বন্ধ করে ৯ মিনিট পর্যন্ত মোমবাতি প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে বললেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন সমগ্র দেশ একটা উদ্দ্যেশ্যেই রয়েছে- আমরা একা নোই এটাই বোঝানোর জন্য এই আয়োজন। ১৩০ কোটি মানুষের শক্তি একসাথে করতে হবে।
সাথে তিনি বলেন এই জন্য কেউ কোথাও যাবেন না। নিজের বাড়ীতেই মোমবাতি জ্বালাতে হবে। করোনা থেকে যে সঙ্কট তৈরি হয়েছে সেই অন্ধকার থেকে মুক্তির জন্য 'রামবান' বলে জানান তিনি।
৫ এপ্রিল ১৩০ কোটি দেশবাসীর মহাসংকল্প একসাথে করতে হবে। তবেই বর্তমান সময়ের হতাশা কেটে যাবে বলে তিনি জানান।
তবে তিনি বার বার জনগনের প্রতি আবেদন জানান কখনোই 'লক্ষ্মন রেখা' যেন না ভাঙ্গেন।
তবে তিনি বার বার জনগনের প্রতি আবেদন জানান কখনোই 'লক্ষ্মন রেখা' যেন না ভাঙ্গেন।
বিস্তারিত ভিডিওতে-
নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
https://www.facebook.com/sangbadekalavya
Social Plugin