করোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে এগিয়ে এলো 'বৈশাখী উৎসব কমিটি'

সারা বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস, ভারতেও তার আচ পড়েছে। সারা দেশে চলছে লক ডাউন। করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ লক ডাউন। করোনা মোকাবিলায় লকডাউনে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন 'বৈশাখী উৎসব কমিটি' নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। গতকাল রবিবার অশোকনগরে আশ্রাফাবাদ এলাকায় প্রায় ৬৫ জনকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বৈশাখী উৎসব কমিটির পক্ষ থেকে। বিভিন্ন সামাজিক ক্লাব সংগঠন সংস্থা তারা এগিয়ে আসছে। কিন্তু অশোকনগর বৈশাখী উৎসব কমিটি তারা তাদের পরিষেবা প্রদানকারী যোগাযোগ নাম্বার তুলে দেন বিশেষ ভাবে সক্ষম ও অসহায়ভাবে মানুষের কাছে। 

আশ্রাফাবাদ, বাইগাছি, মানিকতলা জায়গার মত বিভিন্ন জায়গাতে গুলোতে পরিষেবা পৌঁছে দিচ্ছে। বৈশাখী উৎসব কমিটির আহবায়ক দেবাশীষ মজুমদারের কথাতে 'মানবসেবা করবার নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখা নেই। কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানবসেবা করে চলেছি,আগামীতে ও করবো।'