Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০ই এপ্রিল থেকে কোন কোন ক্ষেত্রে ছাড় জেনে নিন এক নজরে


করোনা মোকাবিলায় আগামি ৩রা মে পর্যন্ত লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জনগণের কথা মাথায় রেখে ২০ই এপ্রিলের পর বেশ কিছু বিষয়ে ছাড়ের কথা শুনিয়েছিল কেন্দ্র সরকার। এবার তা কার্যকর হল। ২০ই এপ্রিল থেকে কোন কোন ক্ষেত্রে রয়েছে ছাড় তা কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ট্যুইট করে জানিয়ে দিয়েছেন। 
জেনে নেওয়া যাক এক নজরে- 

১. আয়ুষ সহ সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা সোমবার থেকে চালু হয়ে যাবে

২. কৃষি ও উদ্যানপালন সংক্রান্ত (ফুল, গাছগাছালি ইত্যাদি) সমস্ত কাজে ছাড়। 

৩. মৎস শিল্পে ছাড় (মাছ ধরা ও বিপণন সবকিছুই সোমবার থেকে চালু হয়ে যাবে)।

৪. চা, কফি, রাবার ইত্যাদি চাষের ক্ষেত্রে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। 

৫. সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে পশুপালনে।

৬. অর্থনৈতিক ক্ষেত্রের সমস্ত কাজ অব্যাহত থাকবে।

৭. সামাজিক ক্ষেত্রেও সমস্ত রকম কাজ চলবে বলে জানানো হয়েছে। 

৮. ১০০ দিনের সকল কর্মীকে কাজের ছাড়পত্র, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করেই কাজ করতে হবে। 

৯. জনগণের নিত্যপ্রয়োজনীয় পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। 

১০. আন্তঃরাজ্য এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণে ছাড়।

১১. চালু থাকবে অনলাইন পড়াশোনা। 

১২. বাণিজ্যিক এবং বেসরকারি প্রতিষ্ঠানকে কাজে ছাড়। 

১৩. বেসরকারি এবং সরকারি শিল্প, উভয় ক্ষেত্রেই সোমবার থেকে কাজ শুরুর অনুমতি। 

১৪. নির্মাণ শিল্পে ছাড়। 

১৫. ব্যক্তিগত গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যান, স্বাস্থ্য পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহণকারী পরিষেবায় ছাড় (এক্ষেত্রে রাজ্যর নির্দেশিকা মেনে চলতে হবে)।

১৬. কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরাকারি দফতর সোমবার থেকে খোলা থাকবে। 

Ad Code