চলতি অর্থবর্ষের শুরুতেই প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সমস্ত স্বল্প সঞ্চয় ও পিপিএফ এর সুদ কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। সুদের এই নতুন হারে সমস্ত প্রকল্পে সুদের হার প্রায় ০.৮% থেকে ১.৪% পর্যন্ত কমেছে। এই সুদের হার ১ এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছিল।

কেন্দ্রের নির্দেশিকায় পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ০.৮% কমে সুদ ৭.৯% থেকে ৭.১% হয়েছে। কিষান বিকাশ পত্রে সুদ ৭.৬% থেকে কমে ৬.৯% হয়েছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদ ৮.৪% থেকে কমে ৭.৬% হয়েছে। মাসিক আয় (MIS) প্রকল্পে সুদ ৭.৬% থেকে কমিয়ে ৬.৬% করা হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য SCSS প্রকল্পে সুদ কমে ৭.৪% হয়েছে।

এবার একই পথে হাটলো রাজ্য। রাজ্য সরকারি কর্মীদেরও জেনেরাল প্রভিডেন্ট ফান্ডের সুদে শতকরা হার কমতে চলেছে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্য সরকারের অর্থ মন্ত্রক l ০১/০৪/২০২০ থেকে ৩০/০৬/২০২০ পর্যন্ত সময়কালে সুদের হার কমে হতে চলেছে ৭.১০% পূর্বে যেটি ছিল ৭.৯০ %।
link: click