পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের কথা ভেবেই রাজ্যের গঠিত টাস্ক ফোর্স লকডাউন পরিস্থিতিতে নয়া সিদ্ধান্ত নিয়েছে।বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন গ্রিন জোনে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস। তবে বাস চললেও ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার মধ্যেই বাস চলাচল করতে পারবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সামাজিক দূরত্ব মেনেই যাতায়াত করার কথা জানিয়েছেন তিনি।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



বাস চলাচলে ছাড় দেওয়া হলেও লকডাউনের সব শর্ত বাসকর্মীদের মানতে হবে বলে জানিয়ছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকেই গ্রিন জোনে থাকা এলাকাগুলিতে বেসরকারি বাস চলাচলে ছাড় দিয়েছে রাজ্য সরকার। সরকারি সব বিধি-নিষেধ মেনে বাস চলাচল করতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে বাসে যাতায়াত করা যাবে। বাসে কখনই ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। গ্রিন জোনে চলাচল করলেও জেলার বাইরে বাস নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।