"আরও একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কী হবে না ভেবে
আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে"
- রূপম ইসলামের এই জনপ্রিয় গানের চলচিত্রায়ন করলেন শিবম চক্রবর্তী।
ইতিমধ্যে সাড়া জাগানো এস কে মুভিজের এবারের নিবেদন " আরও একবার" আজ প্রকাশিত হওয়ার পর পরই দর্শকের মন ছুঁয়ে নিয়েছে।
দক্ষ পরিচালকের পরিচালনায় "আরও একবার" এ গান করেছেন সুব্রত কর দত্ত, অভিনয় করেছেন কালারস বাংলার পরিচিত মুখ অনির্বান নন্দী, সোমা জোয়াদ্দার সিন্হা, মধুপর্ণা সাহা, ইন্দ্রায়ুথ সাহা। ক্যামেরায় শুভ সরকার, মেকাপ আর্টিস্ট বিনয় সরকার।
স্বল্প সময়ের ফ্রেমে রূপম ইসলামের গানের এমন চলচিত্রায়ন অভিনয় দক্ষতায় অন্যমাত্রা পেয়েছে। নতুন শিল্পী হলেও সোমা জোয়াদ্দারের প্রথম অভিনয় দর্শকের মন ছুঁয়েছে।
পরিচালক শিবম চক্রবর্তী জানিয়েছেন- লকডাউনে দাম্পত্য জীবনকে নতুন ভাবে খুঁজে দেখার-আরও একবার নতুন করে নিজেদের ইচ্ছেগুলোকে ছুঁয়ে দেখা- হয়তো প্রাসঙ্গিক হবে আমাদের এই গানের ভিডিওটি। তাই আজ এই গানের ভিডিওটির উদ্বোধন করা হল ইউটিউব চ্যানেলে। দর্শকের ভালো লাগলেই আমাদের কাজ সার্থক।
আসুন দেখে নেই - "আরও একবার"
Social Plugin