SER-10,ময়নাগুড়ি, ২২ এপ্রিল : লকডাউনের জেরে গৃহবন্দি হয়ে পড়েছিলেন ৬ যাযাবর পরিবার । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ধাড়াইখুরি নদীর তীরে মোট ৬টি পরিবার এবং ৩০ জন মানুষের বসবাস। এই পরিস্থিতির দরুন নিরুপায় হয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই খবর পাওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ রামমোহন রায়।
ভিলেজ পুলিশ রামমোহন রায় বলেন, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ধাড়াইখুরি নদীর তীরে বিভিন্ন জেলা থেকে আসা মোট ৬টি যাযাবর পরিবার লক ডাউনের জেরে আটকে পড়েছেন । খবর পেয়ে আমি আজকে ৬ টি যাযাবর পরিবারকে কিছুদিন চলার মতো চাল,ডাল,তেল,সাবান,বিস্কুট তুলে দেই।
এই দুর্দিনে সহায়তা পেয়ে খুশি ওই যাযাবর পরিবার গুলি। তারা বলেন, " লকডাউন এর ফলে আমাদের রোজগার বন্ধ হয়ে আছে। খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কোনরকম উপায় না থাকায় বেশিরভাগ দিন পরিবারকে নিয়ে অর্ধাহারে কাটাতে হচ্ছিল। ভিলেজ পুলিশ রামমোহন স্যারের পক্ষ থেকে কিছু সাহায্য পেয়ে আমরা খুব খুশি"।
Social Plugin