সৌরভ চক্রবর্তীঃ

আজ Lyrid  উল্কাবৃষ্টি বা meteor showerদেখুন রাতের আকাশে। 

চার্ট থেকে Lyra কে খুঁজে নিন, চার্টের মাঝামাঝি একটু নীচের দিকে Hercules আর Cygnus এর মাঝে হলো Lyra। এর উজ্জ্বলতম নক্ষত্র হলো Vega, ওখান থেকেই উল্কাবৃষ্টি হবে। ঘন্টায় ৫-২০ টা।

মাঝরাত থেকে ভোররাতে দেখুন। সুবিধে হলো আজ অমাবশ্যার নিকটতম আকাশ, আলো নেই আকাশে, শহরের বাতিস্তম্ভের আলো অন্তরায় না হলে দেখার চেষ্টা করুন।

আসলে Lyra constellation এই উল্কাবৃষ্টির সঠিক উৎস নয়, Lyrid উল্কাবৃষ্টির উৎস হলো C/1861 G1 Thacher Comet বা ধূমকেতু। Lyrid উল্কাবৃষ্টি সর্বপ্রথম চিনে খ্রী পূঃ ৬৮৭ তে দেখা যায় আর Thacher ধূমকেতু আবিস্কার হয় ১৮৬১ সালে। 

এই ধূমকেতুটি সূর্যের চাদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ৪১৫ বছর। এর পথে এর পুচ্ছ থেকে যায়, এর থেকে বেরিয়ে আসা চাইভষ্ম পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পরে জ্বলে ওটে আতসবাজির মতো - এটাই হলো Lyrid উল্কাবৃষ্টি বা Lyrid meteor shower!