ভারতে করোনার প্রভাব আটকাতে শুরুতেই লকডাউন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহনের প্রশংসা করেছে বিশ্বের বহু দেশ। এবার করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। লকডাউন থেকে শুরু করে উপসর্গযুক্ত রোগীর টেস্টিং, আইসোলেশন, চিকিৎসা- সমস্ত বিষয়ই উঠে এসেছে বিল গেটসের চিঠিতে।

    তিনি চিঠিতে লিখেছেন, "ভারতে কোভিড-১৯ এর সংক্রমন রুখতে আপনি ও আপনার সরকার যে ব্যবস্থা নিয়েছেন আমরা তার প্রশংসা করি। দেশজুড়ে লকডাউন, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা, হটস্পট চিহ্নিত করে আইসোলেশন, কোয়ারেন্টাইন ও চিকিৎসা ব্যবস্থা এবং সর্বোপরি স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধি করে পরিকাঠামো মজবুত করা- সবক্ষেত্রেই ভালো কাজ করেছেন।"

   বিল গেটস 'Aarogya Setu' অ্যাপের প্রশংসা করে বলেছেন,"আমি আনন্দিত যে আপনার সরকার করোনা ভাইরাস ট্র্যাকিং, যোগাযোগ এবং জনসাধারণকে স্বাস্থ্য সেবাতে সংযুক্ত করতে Aarogya Setu অ্যাপ এর মতো ব্যতিক্রমী ডিজিটাল ক্ষমতার ব্যবহার করেছেন।"