লকডাউন না মানলেই আইনী ব্যবস্থা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

পশ্চিমবঙ্গে লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে না নিলে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে করা ভাষায় চিঠি করেছিল। এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে রিপোর্ট পাঠাতে বলেছিল কেন্দ্র। আর এই চিঠি পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন সমস্ত কর্তা দের লকডাউন সামলাতে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন।
প্রসঙ্গত, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছিল কলকাতার রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, গার্ডেনরিচ, মানিকতলা এলাকার সব্জী ও মাছ-মাংসের বাজারে সাধারণ মানুষ নিরাপদ দূরত্ব মানছে না। এছাড়াও অনেক জায়গায় ধর্মীয় সমাবেশ হচ্ছে বলে অভিযোগ করেছে। এই সমস্ত বিষয় আইনত অপরাধযোগ্য বলে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিল কেন্দ্র।