Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবাধে চলছে জল অপচয়, নিরব প্রশাসন

অবাধে চলছে জল অপচয়, নিরব প্রশাসন

SER-10, ময়নাগুড়ি, ১১ এপ্রিল : পৃথিবীর সমগ্র জীবকুলের বেঁচে থাকার জন্য জলের গুরুত্ব অপরিসীম। এককথায় জলই জীবন অথচ জলের অপচয় নিয়ে কোন মাথাব‍্যাথা নেই প্রশাসনের।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের ভাঙ্গামালি ১ নং এবং ভাঙ্গামালি ২ নং এলাকায় অবাধে চলছে জল অপচয়। দির্ঘ কয়েক বছর ধরে জলের কলে নেই কোন ট্যাপ ক্যাপ। অনবরত টাইম কল থেকে পড়ে চলেছে জল,  হচ্ছে পানীয় জলের অপচয়। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় মানুষদের দেখতে পাওয়া যায় কৃষিখেতে  জল দিতে। সেই ছবি উঠে এলো আমাদের সংবাদ একলব‍্যের ক‍্যামেরায়। 

দিনের পর দিন পানীয় জলের সংকট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। এরপরও হেলদোল নেই প্রশাসনের। কবে চোখ খুলবে প্রশাসনের?  যতদিন পর্যন্ত তাদের চোখ খুলছে ততদিন পর্যন্ত কি এইভাবে অনবরত হতে থাকবে জল অপচয়?

Ad Code