লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে না, নবান্নকে চিঠি কেন্দ্রের

গোটা দেশে লকডাউন চলছে। সেটা কার্যকর করতে পুলিশ প্রশাসন দিনরাত খাটছে। কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় সঠিকভাবে মানা হচ্ছে না বলে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি কে করা চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে বলা হয়েছে কোলকাতার নারকেলডাঙা, রাজাবাজার, তপসিয়া গার্ডেনরিচ, মেটিয়াবার্জ, ইকবালপুর ও মানিকতলার মতো কিছু জায়গায় সব্জী ও মাছ বাজারে নিরাপদ দূরত্ব লঙ্ঘিত হচ্ছে।


এছাড়াও চিঠিতে বলা হয়েছে,

২) বিভিন্ন জায়গায় ধর্মীয় জমায়েত হচ্ছে এবং রেশনিং ব্যবস্থা রাজনৈতিক নেতাদের দ্বারা চালানো হচ্ছে যা কোভিড-১৯ এর সংক্রমণ ঘটাতে পারে।

৩) উপরোক্ত কার্যকলাপ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিত ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ

৪) এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দ্রুত রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতির উদ্ভব না হয় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।