Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বিতীয় দফায় মিড ডে মিলের চাল বিতরণ তালেশ্বরগুড়ি উচ্চ বিদ্যালয়ে



লকডাউনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার মিড-ডে-মিলের জন্য এপ্রিল ২০২০-এর বরাদ্দ জনপ্রতি ৩ কেজি চাল ও ৩ কেজি আলু বিতরণ করা হলো তালেশ্বরগুড়ি হাই স্কুলে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের হাতে এই চাল ও আলু তুলে দেওয়া হলো। যথারীতি মাস্ক পড়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের প্রাপ্য চাল, আলু সংগ্রহ করেন। এই বিষয়ে প্রধান শিক্ষক সৌমেন রায় বলেন 'লকডাউনের নিয়ম মেনে মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র অভিভাবকরাই তা সংগ্রহ করেছেন। পড়ুয়াদের হাতে কোনভাবেই দেওয়া হয় নি।'

এই দ্বিতীয় দফার চাল ও আলু বিতরণ করবার আগে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে ও ফেসবুক অ্যাকাডেমিক গ্রুপে যথারীতি বিজ্ঞপ্তি প্রকাশ করে চাল ও আলু সংগ্রহের নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মোবাইল ফোনে যোগাযোগ করে নির্ধারিত সময়সূচি ও নিয়মাবলী জানিয়ে দেওয়ার পর চাল ও আলু বিতরণের কাজ শুরু করা হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও সুপরিকল্পিতভাবে এই কাজ করতে পেরে সবাই আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যেভাবে উৎসাহ নিয়ে এগিয়ে এসে সহযোগিতা করেছেন তাতে সরকারী নির্দেশিকা মেনে অভিভাবকদের মধ্যে চাল ও আলু বিতরণের কাজ অনেক সহজ হয়েছে। এই লকডাউন পরিস্থিতির মধ্যে শিক্ষক শিক্ষিকারা কেউই ঘরে হাত গুটিয়ে বসে নেই। তাঁরা নিয়মিত অনলাইন ক্লাস যেমন করছেন, সেই সঙ্গে অক্ষরে অক্ষরে সরকারী নির্দেশিকা মেনে করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে মিড-ডে-মিলের চাল ও আলু বিতরণের কাজেও সতঃস্ফুর্তভাবে এগিয়ে এসেছেন।

Ad Code