প্রতিকি ছবি 
মধ্যপ্রদেশের খারগো জেলার বারগাঁও গ্রামের করোনা ভাইরাসকে গুরুত্ব না দেওয়ার ফল ভুগতে হল গোটা গ্রামবাসীকে। লকডাউনের মাঝেই চুল কাটতে পৌঁছে গিয়েছিলেন সেলুনে। অদ্ভুতভাবে খোলা ছিল সেলুনও। সেলুনে চুল কেটেই নিজের বিপদ নিজেই ডেকে আনল। 

জানা গেছে, সেলুন থেকে ফেরা সেই ছ'জনই করোনায় আক্রান্ত হয়েছেন। জানা যায়, নাপিত খদ্দেরদের চুল-দাড়ি-গোঁফ কাটতে একই কাপড় ব্যবহার করেছিলেন। আর সেখানেই লুকিয়েছিল সংক্রমণের বীজ। স্বাভাবিকভাবেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোটা গ্রামকে ইতিমধ্যেই সিল করেছে পুলিশ। 

ইন্দোরের এক হোটেলে কর্মরত এক ব্যক্তি গত ৫ এপ্রিলই গ্রামে ফেরেন আর সেই সেলুনে গিয়েছিলেন চুল কাটতে। জেলার মেডিক্যালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দিব্যেশ বর্মা জানান, সেই হোটেলকর্মীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরই সেলুনে যান গ্রামের আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যেই এই ৬জনের রিপোর্ট পজিটিভ এসেছে।