করোনার জেরে চলছে লক ডাউন। সংক্রমণ রুখতে কোনও প্রকার জমায়েতে অনুমতি নেই প্রশাসনের। এর মাঝেই শনিবার থেকে শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। তাই সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান তাঁর অনুরাগী এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের প্রতি নুসরতের ভিডিও বার্তা, অনুষ্ঠান, উৎসব পালন করুন নিজের বাড়িতে থেকে। ঈশ্বর বা আল্লাহকে ডাকুন ঘরের ভেতর থেকে। তিনি সর্বত্র বিরাজমান। অন্তর দিয়ে ডাকলে সবার ডাক তিনি শুনবেন। একই সঙ্গে তিনি রমজানের শুভেচ্ছাও জানান সবাইকে।
ভিডিও বার্তায় তিনি বলেন, 'বাড়িতে থেকে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করুন। ইচ্ছে হলে মসজিদে ইফতারের দানসামগ্রী পৌঁছে দিতে পারেন। কিন্তু ইফতার বা অন্য কোনও কারণের জন্য কোথাও জমায়েত করবেন না। এতে করোনা সংক্রমণ আরও বাড়বে।'
Social Plugin