করোনা মোকাবিলায় সারা রাজ্যে লক ডাউন জারি হয়েছে। লক ডাউন-এ বাড়ি থেকে বের হওয়ার ওপর বিধিনিষেধ জারি হয়েছে।
এদিন লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখনই, পুলিশের সাথে অসভ্য আচরণ করে এক তরুণী। এরপর গালিগালাজ করতে করতে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম 'চেটে দিল' এক তরুণী। সল্টলেকের পিএনবি মোড়ে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন যাত্রীসহ আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। নিয়ম মেনেই, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন এগুলিই জিজ্ঞাসা করে পুলিশ। তখনই গাড়ি থেকে নেমে এসে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে ওই তরুণী। এরপরই ওই তরুণী এক পুলিশকর্মীর ইউনিফর্মে তার গালে থাকা একটি ফোঁড়া ঘষে দেয় । ফোঁড়া ফেটে রক্ত লেগে যায় ইউনিফর্মে। পুলিসকে উদ্দেশ করে ওই তরুণীকে বলতে শোনা যায়, 'এই যে করোনা, এই যে করোনা!'
তবে, এঘটনা দেখে হতচকিত মানুষ। মোবাইল বের করে শুরু করে ভিডিও।
তরুণীর দাবি, সে একা। তাই ওষুধ কিনতে বেরিয়েছিল। কিন্ত ওষুধ কিনতে সল্টলেক থেকে পিকনিক গার্ডেন কেন? এখানেই উঠছে প্রশ্ন।
এই ঘটনায় অভিযুক্ত তরুণী ও গাড়িচালক সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্রাপ্ত করেছে পুলিশ। এই ঘটনার জেরে আবারও প্রশ্নের মুখে মানুষের সচেতনতা।
Social Plugin