মঙ্গলবার মধ্যরাত থেকেই সারা দেশজুড়ে জারি হয়েছে লক ডাউন। বাড়ি থেকে বাইরে না বেরোনার আবেদন জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার থেকে আংশিক শাটডাউন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেও। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ শাখাগুলি একদিন অন্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শহরে ৫ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কের একটি শাখাই খোলা থাকবে। 

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, বৃহস্পতিবার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৩৬৪৯টি গ্রামীণ শাখা একদিন অন্তর খোলা থাকবে। শনি ও রবিবার যেমন ছুটি থাকে তেমনই থাকবে।

অন্যদিকে, আগামী ৩ মাস ডেবিট কার্ড ও এটিএম ব্যবহারের ক্ষেত্রে বিধি শিথিল করেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, আগামী ৩ মাস ডেবিট কার্ড ব্যবহার করে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে। চার্জ কাটা হবে না। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও চার্জ কাটা হবে না। অনলাইনে লেনদেন করারও পরামর্শ দেন তিনি।