Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন যথেষ্ট নয়, সন্ধান করুন, বিচ্ছিন্ন করুন, পরীক্ষা করুন, চিকিৎসা করুন: WHO


২১দিনের লক ডাউনে দেশ। অনেকেই ভাবছেন এই ২১টা দিন ঘরে কাটিয়ে উঠতে পারলেই রেহাই। সব আশাকে জল ঢেলে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাল শুধুমাত্র লকডাউন করে ওই মারণ ভাইরাসের আক্রমণ ঠেকানো যাবে না। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন "COVID-19 এর সংক্রমণ রোধের জন্যে, অনেক দেশই "লকডাউন" ব্যবস্থা চালু করেছে। তবে শুধুমাত্র, এই পদক্ষেপের ফলে এই মহামারী হার মানবে না। আমরা সব দেশকে একসঙ্গে করোনা ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে লড়ার জন্যে আহ্বান জানাচ্ছি। আপনাকে এর বিরুদ্ধে লড়তে গেলে ও সাফল্য পেতে হলে একটি দ্বিতীয় উইন্ডো বা দ্বিতীয় পথও বেছে রাখতে হবে"। 

তিনি আরও বলেন, "লকডাউনে সংক্রমণ কমানো যেতে পারে মাত্র, কিন্তু ওই মহামারীর বিরুদ্ধে জেতা যাবে না, লোকজনকে ঘরবন্দি করে রাখলে হয়তো স্বাস্থ্য সুরক্ষায় হাতে কিছুটা সময় পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি দূর করা যাবে না এই রোগকে। তাই সন্ধান করুন, বিচ্ছিন্ন করুন, পরীক্ষা করুন, চিকিৎসা করুন"।

এমনকী করোনা ভাইরাসকে রুখতে চিন, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মডেল মেনে চলার জন্যে অন্য দেশগুলিকে পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংক্রমণ রুখতে এই সমস্ত দেশেও লকডাউন হয়েছে। সাথেসাথে, প্রত্যেক সম্ভাব্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একমাত্র এই মডেল মেনে চললেই স্থায়ীভাবে করোনা সংক্রমণ প্রতিরোধ করে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জনস্বাস্থ্য সুরক্ষিত করার উপরে জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Ad Code