Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় ১২জন চিকিৎসকের বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

pic source: science 
করোনা মোকাবিলায় প্রথম থেকেই তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। করোনা সংক্রমণ বাড়তে না বাড়তেই বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড বৃদ্ধিসহ একাধিক পদক্ষেপ নেন রাজ্য সরকার। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন সচেতনতা বৃদ্ধি করতে পথে নেমেছে। বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তার-নার্সদের খোঁজ খবরও নিয়েছেন তিনি। কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে লালারস সংগ্রহের জন্য প্রয়োজনীয় ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ নামক কিটটি তৈরির কাজও শুরু করেছে রাজ্য সরকার।

এবার, করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য। বৃহস্পতিবার ১২ জন চিকিৎসকদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কমিটি করোনা মোকাবিলায় বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে৷ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও কী পদক্ষেপ নেওয়া উচিত তাও এই কমিটির কাছে জানতে চান মুখ্যমন্ত্রী৷ 

এছাড়াও করোনা টেস্টের কিট সংক্রান্ত বিষয় এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনও বিষয়ে রাজ্য সরকারকে মতামত জানাবে এই কমিটি৷

Ad Code