করোনা আবহে গুজব ছড়ানোর মানুষের অভাব নেই। যত করোনা সংক্রমণ জাঁকিয়ে বসছে ততই চারিদিকে গুজব বাড়ছে। যদিও সরকারি তরফে বারবার গুজবে কান না দিতে ও গুজব ছড়াতে মানা করা হয়েছে। কিন্তু, কে শোনে কার কথা। নিম্নলিখিত ধারণা গুলো থেকে বুঝে নিন আপনার ধারণা কোনটা ঠিক আর কোনটা বেঠিক।
১. গরমে করোনার জীবাণু ছড়াতে পারে না। এ ধারনা ভুল।
গরম, আপেক্ষিক আর্দ্রতা বেশি এমন এলাকাতেও করোনার জীবাণু ছড়াতে পারে। গরমে জীবাণু মরে যায় এমন কোনও স্পষ্ট প্রমাণ নেই।
২. যে কোনও বয়সের লোকের করোনাভাইরাস হতে পারে।
যারা ভাবছেন কোনও নির্দিষ্ট বয়সের মানুষই করোনা আক্রান্ত হবে তাঁরা ভুল ভাবছেন।
৩. গরম জলে স্নান করলে করোনার জীবাণু মরে যায় না।
৪. ঠাণ্ডা ও তুষারপাতে করোনা কমে। এ ধারনাও ভুল। ঠাণ্ডা ও তুষারপাতে করোনা কমে না।
৫. করোনার জীবাণু মারতে হ্যান্ড ড্রায়ার কোনও উপায় নয়।
৬. জ্বর থাকলেই করোনা সংক্রমণ হয়েছে ভুল ধারণা। জ্বর থাকলে থার্মাল স্ক্যানারে বোঝা সম্ভব। কিন্তু, করোনা সংক্রমণ হয়েছে কিনা বোঝা অসম্ভব।
৭. অ্যালকোহল বা ক্লোরিন ছেটালে শরীরে থাকা করোনা ভাইরাস মারা যাবে না।
৮. নিউমোনিয়া বা এ ধরনের জ্বরের কোনও টিকা নেওয়া থাকলে করোনা হবে না এমন ভাবা ঠিক নয়।
৯. রসুন দিয়ে করোনা আটকানো সম্ভব নয়। রসুন শরীরের উপকারী কিন্তু করোনা সংক্রমণে বাধা হতে এমন কোনও প্রমাণ নেই।
১০. জীবাণুর ওপর অ্যান্টবায়োটিক কাজ করে না, করে ব্যাকটিরিয়ার ওপর।
১১. করোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি।
১২. স্টেরিলাইজেশনের জন্য অত বেগুনি রশ্মি ব্যবহার করবেন না। এতে ত্বকে জ্বালা হতে পারে।
Social Plugin