![]() |
pic source: indian express |
গত ফেব্রুয়ারি থেকে অস্থায়ী কলেজ শিক্ষকদের ভেরিফিকেশন শুরু হয়েছে বিকাশ ভবনে। কিন্তু করোনা আতঙ্কের জেরেই স্থগিত করা হল ভেরিফিকেশন। করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে বড় জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে। বিকাশ ভবনে ভেরিফিকেশন ঘিরে গড়ে প্রতিদিন ৮০-১০০ জনের জমায়েত হয়। বিকাশ ভবনের যে তলে এই কাজ হচ্ছে, সেটি পরিসর অল্প ও খোলামেলা নয়। মাত্র ২০-৩০ জনের জমায়েত হলেই ঘিঞ্জি হয়ে যায় স্থানটি। কোনও মতেই ভিড় কমানো যাচ্ছে না। এদিকে বিভিন্ন মহল থেকে চাপ আসা শুরু হওয়ায় অবশেষে আপাতত ভেরিফিকেশন স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাজ্যের কয়েক হাজার আংশিক সময়, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের স্থায়ী করার কথা ঘোষণা করে সরকার। এরপর, ফেব্রুয়ারি থেকে নথি যাচাইয়ের কাজ শুরু হয়।
Social Plugin