করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। ভারতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমন। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা (WHO) - এর পক্ষ থেকে করোনা মোকাবিলায় একাধিক নিধানের কথা প্রচার করে চলছে। এমনকি রাজ‍্য ও কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় নানা বিধ পদক্ষেপ নিয়েই চলছে। বারবার, রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় জনগণকে আতঙ্ক না ছড়িয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

১৯ই মার্চ সেই মতোই দিনহাটা মহকুমার তরফ থেকে একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা জানাচ্ছে সারা বিশ্বের প্রচুর মানুষের মধ‍্যে করোনা (COVID-19) ছড়িয়ে পড়বে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ একাধিক বিধি নিষেধ জারি করেছে। 

নির্দেশাবলী: 

১। সকল টিউশন, কোচিং সেন্টার, জিম, যোগ সেন্টার, সঙ্গীত ও নৃত‍্য প্রতিষ্ঠান, লাইব্রেরি ও সকল প্রকার পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

২। কম্পিউটার সেন্টার, উৎকর্ষ বাংলা কেন্দ্র, ড্রাইভিং ট্রেনিং স্কুলসহ সকল প্রশিক্ষন সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

৩। বিবাহ ভবন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে, এই জরুরী কালীন সময়ে বিয়ে ও জনসমাগম অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। 

৪। সংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, মেলা, টুর্নামেন্ট ইত‍্যাদি ইভেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। 

৫। মহকুমার সকল পার্ক ও পর্যটক কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

৬। স্বাস্থ্য ও পুলিশ ব্যতীত সকল সরকারী কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে যেখানে লোকেরা প্রচুর সংখ্যায় একত্রিত হয় সেখানে কার্যক্রম এবং কর্তব্যগুলি হ্রাস করতে। 

৭। মহকুমার সকল দপ্তরগুলোর দরজা, জানালা, চেয়ার, টেবিলসহ অফিশিয়াল সবকিছু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

৮। সমস্ত দোকানপাঠ, রেস্টুরেন্ট, ট্রেড এস্টাবলিশমেন্টের সকল বস্তু প্রতিনিয়ত পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। 

৯। সকল রাজনৈতিক দলগুলোকে মিটিং, মিছিল, সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

১০। সকল জনগনকে আতঙ্ক ছড়াতে ও ভুল তথ‍্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
১৫ই এপ্রিল ২০২০ পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। সাথে সাথে নির্দেশ অমান‍্য করলে উপযুক্ত ব‍্যবস্থা নেবে প্রশাসন। 

করোনা মোকাবিলায় এখন একমাত্র ভরসা সচেতনতা। যেহেতু এখোনো কোনোরকম প্রতিষেধক আবিস্কার হয়নি তাই সতর্কতার মধ‍্য দিয়েই করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে হবে। যেকোনো সমস‍্যা হলে নিকটবর্তী হাসপাতালে যোগযোগ করুন। 

শুনুন বিস্তারিত-