উত্তরের গুনী সুজন নাট্য শিল্পী গোপা পাল
শুভাশিস দাশ
যে রাঁধে সে চুলও বাঁধে ' এই কথাটি কে বলেছিল জানিনা তবে কথাটি যে একশ ভাগ খাঁটি তা বারবার প্রমাণ হয়েছে । আজ যাঁকে নিয়ে এই গুনী সুজন তিনিও ঠিক তাই । তিনি দিনহাটার অন্যতম নাট্যশিল্পী গোপা পাল । সরকারী চাকুরীর পাশাপশি তিনি অভিনয় করে চলেছেন ।
ছোট বেলা থেকেই এক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন তিনি তাই সেই আবহে নিজেকে তৈরি করেছেন । স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই নাটকের সাথে যুক্ত হয়ে পড়েন উত্তরের বিশিষ্ট নাট্য শিল্পী গোপা পাল ।
দিনহাটা প্রগতি নাট্য সংস্থায় একটা সময় দাপিয়ে নাটক করেছেন । এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে তাঁর নাট্য চর্চার অনুপ্রেরনা তাঁর দিদি এলা পাল । জীবনে অনেক মঞ্চে করেছেন । শুধু উত্তরবঙ্গ নয় উত্তর ছাড়িয়ে অনেক স্থানে তিনি নাটক করেছেন । নিয়মিত চর্চার মধ্যে রয়েছেন এই শিল্পী ।
সম্প্রতি দিনহাটার থার্ড আই এর একটি নাটকে তাঁর অভিনয় আবার দিনহাটার দর্শকদের মুগ্ধ করেছে ।
তিনি বেশ কটি শর্ট ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন । তাঁর কথায় ছোট বড় অনেক পুরস্কার পেলেও দর্শক দের ভালবাসাই শ্রেষ্ট পুরস্কার ।
গোপা পাল তাঁর অভিনয়ের উঠোনকে আরো বিস্তৃত করুণ এই কামনা আমাদেরও ।
Social Plugin