সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যাথা হলেই নিজেকে করোনা আ’ক্রা’ন্ত ভেবে হতাশ হবেন না, অন্য অনেক কারণেও এমন হতে পারে। তবে এমন উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

করোনা ভা’ইরাস অন্যান্য ভা’ইরাসের তুলনায় ভারী,তাই এটি মাটি,মেঝে/ফ্লোরেও অবস্থান করে। তাই মেঝে সব সময় পরিষ্কার রাখবেন। হাত-পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাতে হাত মেলানো, কোলাকুলি, জনসমাগম স্থানে যাওয়া থেকে আপাতত বিরত থাকুন। যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না।

হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু /রুমাল ব্যবহার করুন। রুমাল ব্যবহারের পর সেটা আবার ধুয়ে নিন। নিজে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং পরিবারের সদস্যদেরও সচেতন করুন।

source: internet