আজ কোলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে ছিলেন হাজার হাজার চাকরীপ্রার্থীরা। আজ শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপার প্রাইমারি মামলার শুনানি ছিলো কোলকাতা হাইকোর্টের ৩৯ নম্বর কোর্টে।  কোর্টের ২ নাম্বার সিরিয়ালে ছিল এই কেসটি ।

আগের তারিখে এই কেসের শুনানিতে কোনও গতি না আসার জন্য মামলাকারীরা কোর্ট চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এর পর মামলাকারীদের মধ্যে থেকে দুই প্রতিনিধির সঙ্গে বিচারপতির কথা হয় এবং অবস্থান বিক্ষোভ উঠে যায়-বলে জানা যায়। 

আজ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ মার্চ ধার্য করা হয়েছে।

এই মামলার শুনানি পিছতেই কোর্ট চত্বরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। এখনও সেই বিক্ষোভ চলছে। এদিনের রায়ের পরে প্রচণ্ড হতাশ চাকরি প্রার্থীরা। একই সঙ্গে রাজ্য সরকার এবং বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন তারা।

এরই মধ্যে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ কলকাতা প্রেসক্লাবের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন।

দ্রুত মামলা শেষ করে নিয়োগ করার দাবীতে চাকরি প্রার্থীরা কলকাতা প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসলে পুলিশ সেই অবস্থানের উপর লাঠিচার্চ করে ১৮ জন হবু শিক্ষককে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়....

বিস্তারিত আসছে... 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222