আজ ১৩ মার্চ ২০২০ কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি ২০২০ থেকে আরো ৪% মহার্ঘভাতা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। ফলে এই মূহুর্তে এই রাজ্যের সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ সরকার পোষিত অন্যান্য শ্রমিক কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২১% (১/৭/১৬ -- ২%, ১/১/১৭-- ২%, ১/৭/১৭-- ১%, ১/১/১৮-- ২%, ১/৭/১৮ ---২%, ১/১/১৯-- ৩%, ১/৭/১৯-- ৫% এবং ১/১/২০-- ৪%)।
আজ এক প্রেস বিবৃতিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ বলেন- রাজ্য সরকারী কর্মচারীদের মহাঘ'ভাতা কোনো দয়ার দান নয়, এটা ন্যায্য ও আইনী অধিকার। All India consumer price lndex অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে জানুয়ারি ও জুলাই মাসে মূল্য বৃদ্ধির জন্যে মহার্ঘভাতা ঘোষণা করে। সেই অনুযায়ী দেশের সব রাজ্য সরকারও মহার্ঘভাতা দিয়ে থাকে। সুতারাং কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারীরা বেতন কমিশন চালু হওয়ার পর ১৭ %মহাঘ'ভাতা পাচ্ছিল। অথচ আমাদের রাজ্যে রাজ্য সরকার মহার্ঘভাতা বিহীন বেতন কমিশন চালু করেছে যা ভূভারতে কোথাও হয় নি । রাজ্য সরকারী কর্মচারীরা পাহাড় প্রমাণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে।
তিনি আরও জানান- "বামফ্রন্ট সরকারের আমলে বছরে দুটি মহার্ঘভাতা পেয়েছি, আবার কোনো বছরে তিনটি মহার্ঘভাতাও পেয়েছি। চারটি বেতন কমিশন মহার্ঘ'ভাতাও arrear সহ পেয়েছি। বর্তমান রাজ্য সরকার দারুণ ভাবে বঞ্চিত করছে। যার জন্যে কর্মচারী ও শিক্ষকেরা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ। উপরন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভাবে বলা হচ্ছে তাতে কর্মচারী,শিক্ষক ও তার পরিবারের প্রতি সামাজিকভাবে বঞ্চনা ও অপমান করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি।
আরও পড়ুন
|
তিনি জানিয়েছেন- রাজ্য সরকারের এই তীব্র বঞ্চনার প্রতিবাদে আগামী সোমবার, ১৬ মার্চ ২০২০ কলকাতা সহ রাজ্যের প্রতিটি ব্লক,মহকুমা, জেলা সদরের প্রতিটি সরকারী দপ্তরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে টিফিন বিরতিতে বিক্ষোভে শামিল হবেন রাজ্য সরকারী কর্মচারীরা।
এই প্রতিবাদ কর্মসূচিতে দল-মত-সংগঠন নির্বিশেষে সমগ্র কর্মচারী সমাজকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
Social Plugin