Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিলীপের অবাক নিধান! করোনা ভাইরাস বড়ো, আতঙ্ক এড়াতে কাপড় কেটে মাস্ক ব্যবহার করা উচিৎ।


করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। এমনকি ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ইতিমধ্যে "বিশ্ব মহামারি" অ্যাখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মাঝে নয়া মন্তব্য করে বিতর্কে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 

এর আগে তিনি বলেছিলেন, "মায়ের প্রসাদ খেলে করোনা হবে না।" তবে এবার আরও একবার বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, এই ভাইরাস বড়ো। তাই সবাইকে কাপড় কেটে মাস্ক পড়ার কথা নিধান দিলেন তিনি। সবাইকে মাস্ক পড়তে হবে। চিন ও ভারতে যেহেতু প্রচুর মানুষ তাই মাস্ক যোগান সম্ভব হবে না। কেউ যদি পরিষ্কার কাপড় কেটে মাস্ক বানিয়ে পড়ে তবে নিরাপদ থাকা যাবে। একজন রাজনীতিকের এরকম বক্তব্যে আতঙ্কিত মানুষ।

করোনা মোকাবিলায় গোমূত্র ও ঘুটে দিয়ে তৈরি স‍্যানিটাইজার ও সাবান! অনলাইনে দেদার বিক্রি চলছে  

চিকিৎসকরা জানাচ্ছে, সবাইকে মাস্ক পড়তে হবে না। যারা সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত একমাত্র তাঁদের মাস্ক ব্যবহার করা উচিৎ। তবে কাপড়ের মাস্ক কতটা কার্যকরী সে বিষয়ে কোনোরূপ ফলাফল এখনও জানা যায়নি। 

ইতিমধ্যে, দিলীপ ঘোষের এরুপ মন্তব্য ঘিরে চলছে ঘোর বিতর্ক। যদিও সংক্রমণ ঠেকাতে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযথা আতঙ্ক না ছড়ানোরও আবেদন করেছেন তিনি। কিন্তু দিলীপ ঘোষের এই অভিনব টোটকায় খবরের শিরোনামে দিলীপ। 

Ad Code