pic source: prokerala

আগামীকাল থেকে আরম্ভ হতে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কে জেরবার হয়েছিল পর্ষদ। যদিও পরে মুখরক্ষাও হয়েছিল। সেই থেকেই শিক্ষা নিয়ে আগেভাগেই নড়েচড়ে বসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি মহুয়া দাস জানালেন, গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবছর আরও কড়া সংসদ। 

সংসদ যে ব্যবস্থা নিতে চলেছে, তা একনজরে-

১। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে ২৫০টি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। যা এই প্রথমবার। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকছে কিনা ষে বিষয়ে নিশ্চিত হতে প্রত্যেক পরীক্ষার্থীকেই চেক করা হবে।

২। পরীক্ষার্থী মোবাইল নিয়ে হাজির হয়নি এবিষয়ে নিশ্চিত হয়ে প্রশ্নপত্র প্রদান করা হবে সাথে সাথে টুকলি ধরা পড়লে বাতিল হবে রেজিস্ট্রেশন। 

৩। প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড। এছাড়াও, পরীক্ষা কেন্দ্রে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ উঠলে পরীক্ষার্থীকে আরএ করানো হবে।

৪। স্কুলের কোনও গাফিলাতি প্রমাণ হলে বাতিল হতে পারে অনুমোদনও। এদিন এমনটাই জানালেন মহুয়া মিত্র। 

৫। এবছরের মাধ্যমিক পরীক্ষার মতো স্পর্শকাতর জেলাগুলিতে পরীক্ষা শুরু আধ ঘণ্টা আগে থেকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সঠিক পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করতেই এমন উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222