সারা দেশজুড়ে চলছে লকডাউন, জরুরিকালীন পরিষেবা বাদে বন্ধ সব দোকানপাট। কিন্তু যারা দৈনিক আয়ে সংসার চালায় তাদের পড়তে হয়েছে সমস্যায়। লকডাউনে কেউ বাইরের বেরোচ্ছে না, কিভাবে হবে তাদের অন্নের সংস্থান? এরকমই এক দিনদরিদ্র স্বামী-স্ত্রীর দেখা মেলে কৃষ্ণনগর ঘূর্ণী হাইস্কুলের সামনে। প্রায় অন্নহীন বাদলবাবু ও তাঁর স্ত্রী কিছু প্ৰয়োজনীয় জিনিস নিয়ে বসেছিলেন কিছু অর্থের আশায়। উদ্দেশ্য দুজনের অন্নের সংস্থান ও নিজের ভাঙা পায়ের চিকিৎসার জন্য কিছু অর্থের যোগান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা যখন প্রায় অসম্ভব দেখাচ্ছিলো ঠিক তখনই দুই সহৃদয় মানুষ সুজয়বাবু ও তাঁর স্ত্রী দীপিকাদেবী খবর দেন 'স্পর্শ' এর Whatsapp নাম্বারে। সঙ্গে সঙ্গে 'স্পর্শ' এর পক্ষ থেকে দু'জন মেম্বার চলে যান তাঁদের কাছে।
তাঁরা সেখানে পৌঁছে বাদলবাবু ও তাঁর স্ত্রীকে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে কিছু জরুরী কালীন কথা বলে তাদের ঘর থেকে বেরোতে নিষেধ করেছেন। সেই সাথে এই জরুরী কালীন অবস্থায় যাতে তাদের আহার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং বাদল বাবুর ভাঙা পায়ের চিকিৎসার ঔষধ সামগ্রী কেনার জন্য কিছু আর্থিক সহযোগিতা তুলে দেন।
সেইসঙ্গে 'স্পর্শ' এর কাছে এই অসহায়দের খবর পৌঁছে দেওয়ার জন্য সুজয় বাবু এবং দীপিকা দেবী কে স্পর্শের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
'স্পর্শ' এর তরফ থেকে জানানো হয়, "এই জরুরী কালীন পরিস্থিতিতেও 'স্পর্শ' অসহায় মানুষের পাশে থাকবে। অসহায় মানুষের পরিস্থিতির খবর আমাদের জানান, আমরা সর্বান্তকরণে চেষ্টা করবো তাদের সহযোগিতা করতে।
আমাদের যোগাযোগ নং:8906420655।"
Social Plugin