করোনার প্রকোপে দেশজুড়ে নিস্তব্ধ পরিস্থিতি। দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে উদ্ভুত সংকটজনক পরিস্থিতিতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) পরীক্ষা স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আগামী ৩ মে দেশজুড়ে মেডিক্যাল ও ডেন্টালের স্নাতকস্তরের পড়াশোনার জন্য NEET পরীক্ষা হবে বলে ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সেই অনুসারে গত ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিলাপও হয়েছে। প্রসঙ্গত এর আগে JEE মেইন পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আগামী ২৭ সে মার্চ NEET পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল যা ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বিচার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন, "পরীক্ষায় বসতে পরীক্ষার্থী ও অভিভাবকদের যেহেতু বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যেতে হবে তাই জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) কে নির্দেশ দিয়েছি মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত NEET 2020 ও JEE মেইন পরীক্ষা স্থগিত রাখার জন্য।"
Social Plugin