Pic source: business today

করোনা আতঙ্ক এবার থাবা মারলো সেনসেক্সেও। শেয়ারবাজার খুলতেই সেনসেক্স সূচকে তিন হাজার পয়েন্ট পতন। দুবছর পর সাড়ে নয় হাজারের ঘরে নেমে যায় নিফটি। এই পতন রুখতে শেয়ার বাজার বম্বে-ন‍্যাশনাল স্টক এক্সচেঞ্জ এক ঘন্টার জন‍্য বন্ধ করা হয়। 

চাটার্ড অ্যাকাউন্ট‍্যান্ট অনির্বান দত্ত জানান, মার্কেট সব জায়গায় ডাউন ছিল। ভেবেছিলাম সকালবেলা মার্কেট খুললেই ডাউন হয়ে যাবে। এরজন‍্য আগে থেকেই সতর্ক করা হয়েছিল অনেককেই। নিফটি এসে দাড়িয়েছে ৮৯২৪ পয়েন্টে। করোনা ভাইরাস একটু প‍্যানিস আছে মার্কেটে। 

এর জেরে চিন্তিত ব‍্যবসায়ীরা। তবে, সোমবারের মধ‍্যে আবার পুনরায় আগের মতো হবে বলে আশাবাদী মানুষ।