মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩১ শে মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিলেন আগেই। তারপর কেন্দ্রের সরকার সারা দেশজুড়ে ১৪ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করে। কিন্তু এদিন রাজ্য জানিয়ে দিল সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন।
তবে রাজ্যের সমস্ত সমস্ত কর্মীরা যাতে সময়ে বেতন পায়, তা দেখতে অর্থ সচীব হরেকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কালকের মধ্যে সরকারি কর্মীরা যাতে বেতনের টাকা পায় সেটা দেখে নিতেও নির্দেশ দেন তিনি।
এর পরে তিনি বলেন, রাজ্যের মানুষদের সামাজিক পেনশন ২ মাসেরটা একসঙ্গে দেওয়া হচ্ছে। একই সাথে রাজ্যের বেসরকারি সংস্থাকে তিনি নির্দেশ দেন, কর্মীদের বেতন সময়ে দেবার।
Social Plugin