Latest News

6/recent/ticker-posts

Ad Code

রান্নার গ্যাসে কালোবাজারি রুখতে নতুন নিয়ম INDIAN OIL CORPORATION LTD. এর


লকডাউন চলছে। এক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদাও যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি জিনিসের এক কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। আতংকে আক্রান্ত হয়েই  নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্টক করার দৃশ্য দেখা যাচ্ছে। যার বেশি প্রভাব পড়েছে রান্নার গ্যাসে। 

লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই রান্নার জন্য গ্যাস সিলিন্ডার মজুত করতে শুরু করেছেন নাগরিকদের একাংশ। ফলে সমস্যায় পড়ছেন অনেকেই। এমনকী গ্যাস সিলিন্ডার নিয়ে কালোবাজারিও শুরু হয়েছে। তাই এবার রান্নার সিলিন্ডার বুকিংয়ের নতুন নিয়ম চালু করা হল বলে খবর।

এবার থেকে একটি সিলিন্ডার নেওয়ার পরে ১৫ দিন পার না হলে দ্বিতীয়টি বুক করা যাবে না। অনেকেই অপ্রয়োজনে গ্যাস বুক করছেন। তাই কার্যত বাধ্য হয়েই নতুন নিয়ম চালু করা হল বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। 

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত আতঙ্কে ভুগছে দেশবাসী। আর তাই প্রয়োজনের চেয়ে বেশি খাবার, রান্নার গ্যাস মজুত করছেন তাঁরা। এ প্রসঙ্গে দেশবাসীকে আশ্বাস দিয়ে ইন্ডিয়ান অয়েলের প্রেসিডেন্ট সঞ্জীব সিং ভিডিও মেসেজে জানিয়েছেন, 'দেশে রান্নার গ্যাসের কোনও অভাব নেই। সব রকমের পেট্রোলিয়াম পণ্যের সরবরাহই ঠিকঠাক আছে। এলপিজি গ্রাহকরা চিন্তামুক্ত থাকতে পারেন। সরবরাহ একেবারে স্বাভাবিক আছে।'

Ad Code