লক ডাউন জারি হয়েছে গোটা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত একাধিক নির্দেশাবলীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অন্যতম। ইতিমধ্যে, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সবজি বাজার ঘুরে সুরক্ষা বলয় নিজ হাতেই এঁকে দিয়েছেন।
এদিন, সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের উদ্যোগে বাজারের দোকান গুলির সামনে সুরক্ষ বলয় আঁকা হল। করোনা মোকাবিলার মূল অস্ত্র সামাজিক দূরত্বকেই বুঝিয়েই মানুষকে সচেতনতার বার্তা পৌঁছালেন। মুদিখানা ও সবজির দোকান গুলির সামনে এই সুরক্ষা বলয় আঁকা হয়েছে। যেন মানুষ নির্দিষ্ট দূরত্বটুকু বজায় রেখে বাজারে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে। এদিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রেনুকা খাতুন বিবি, পঞ্চায়েত সদস্য নাসির হোসেন মিনাজ, যুব তৃণমূলের সভাপণি মিঠু রহমানসহ আরো অনেকে। সঙ্গে ছিলেন জোন অফিসার ও অন্যান্য পুুলিশকর্মী
Social Plugin