রং আর শব্দ
অঙ্কিত দে
এমন মধুমাসে শুধু
শব্দের কাছেই নতজানু হয়ে বসি,
শব্দ জানে,
মুখ ও মুখোশের পার্থক্য,
বন্ধু ও সাপ লাঠির সাদৃশ্য,
কিংবা,
লবি ও সম্পর্কের ভাস্বর।
ইদানিং লাইসেন্স ছাড়াই গুজব রটে মেঘে,
দুঃসময়ে মানুষ,
আমার জন্য সাজিয়েছে কফিন,
কফিনে ঠুকেছে পেরেক,
পেরেকে মেরেছে হাতুরি,
হাতুরি লুকিয়েছে ফুলে,
ফুলের গোপনে আলপিন ।
আড়ালে দাঁড়িয়ে আমি,
কেবল কানাঘুষা শুনি।
আর চুপটি করে দেখি,
বন্ধুদের মুখ থেকে চুঁইয়ে পড়া নকল রং।
মেঘের ভেলা – অনলাইন
সাহিত্য পত্রিকায় আপনার লেখা
পাঠাতে
যোগাযোগ করুন
|
Social Plugin