সারা বিশ্ব করোনা আতঙ্কে ভুগছে। করোনা সংক্রমণের দেশ গুলির মধ্যে অন্যতম ইতালি, আর সেখানেই আটকে রয়েছেন ভারতীয় অভিনেত্রী-গায়িকা শ্বেতা পন্ডিত।সেখানে বাড়িতেই কোয়ারন্টাইনে রয়েছেন তিনি। আর সেখানে বসেই ভারতীয়দের সতর্ক বার্তা পৌঁছালেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে বললেন, ‘ভারতীয়রা করোনাভাইরাস সংক্রমণকে অবহেলা করবেন না। বাড়ির বাইরে বেরনো থেকে বিরত থাকুন। সরকারের লকডাউনের নির্দেশিকা মেনে চলুন।’
ভিডিওতে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, করোনাভাইরাস সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। আর করোনা যে দেশে সবচেয়ে বেশী থাবা বসিয়েছে আমি বর্তমানে সেখানেই রয়েছি, ইতালিতে। আপনারা বিশ্বাস করবেন না আমি নিজে একমাস বাড়ি থেকে বেরতে পারিনি।এই রোগটা এমনই এর বলবার মতো কোনও উপসর্গ নেই। একজন সাধারণ জ্বর বা সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন আর তারপর তিনি জানতে পারছেন তার আইসিইউ তে থাকার প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন আর বেশীরভাগ সময়ই মানুষ মারা যাচ্ছেন। এখনও এই রোগের সঠিক ওষুধ আমাদের কাছে নেই। হাজার-দু হাজার নয়, ৮০০০ এর বেশী মানুষ করোনা আক্রান্ত ইতালিতে। এটা কোনও ছুটি বা পার্টি, পিকনিক নয়। সামাজিক দূরত্বই একমাত্র পারে এই রোগ ছড়িয়ে পড়া রদ করতে।’
ইতালিতে গৃহবন্দি হয়ে শ্বেতার আবেদন, ‘ভারতীয়রা সবাই বাড়িতে থাকুন, গান শুনুন, বই পড়ুন, ফোনে বা ভিডিও কলে সবার সঙ্গে কথা বলুন। সাবধানে থাকুন।’
দেখে নিন সেই ভিডিও। ইতালিতে আটকে থেকে কি বার্তা তিনি দিচ্ছেন ভারতীয়দের। জানুন তাঁর অভিজ্ঞতার কথা -
SP ✨ on Instagram: "#staysafe #stayhome #prayforitaly #italylockdown #indialockdown #jantacurfew"
809 Likes, 65 Comments - SP ✨ (@shwetapandit7) on Instagram: "#staysafe #stayhome #prayforitaly #italylockdown #indialockdown #jantacurfew"
(This story has not been edited by Sangbad Ekalavya staff and is auto-generated from a syndicated feed.)
Social Plugin