![]() |
Pic Src: Social Media |
রাশিয়ায় লকডাউন সঠিকভাবে হয়ার জন্য রাস্তায় ৮০০ ক্ষুধার্ত সিংহ ও বাঘ ছেড়েছেন পুতিন! বিষয়টা কি সত্যি?
রাশিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একাধিক ক্ষুধার্ত সিংহ ও বাঘের দল! করোনা আতঙ্কে সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দেওয়া হয়, রাশিয়ায় লকডাউন সঠিকভাবে হয়ার জন্য রাস্তায় ৮০০ ক্ষুধার্ত সিংহ ও বাঘ ছেড়েছেন পুতিন। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল অ্যাপ এবং ম্যাসেঞ্জারে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনেকে এই খবর বিশ্বাস করে তা শেয়ার করতে থাকেন আবার অনেকের মনেই তৈরি হয় আশঙ্কা! বিষয়টা কি সত্যি?
#Covid_19#StayAtHome— Nasir Chinioti ناصر چنیوٹی (@_Chinioty) March 22, 2020
Vladimir Putin has given Russians two options.
You stay at home for 2 weeks or you go to jail for 5years.
No middle ground.
RUSSIA: Vladimir Putin has Dropped 800 tigers and Lions all over the Country to push people to stay Home.. Stay Safe Everyone!! pic.twitter.com/vI1NSpe5TR
ফেক নিউজ সন্ধান করা একাধিক মাধ্যমের তরফে জানা গিয়েছে, এটি সর্বৈব মিথ্যা। ভুয়ো খবর। রাস্তায় সিংহর ঘুরে বেড়ানোর যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৬ সালের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি শ্যুটিংয়ের জন্য ওই সিংহটিকে নিয়ে আসা হয়েছিল।
Russian president Vladimir Putin released 800 lions and tigers across Russia to devour anyone who comes out. Stay home or die hard. GOAT😅😅😅😂😂 pic.twitter.com/9LXz6DLIf9— Kelvin M. Ashong (@Mawunya_) March 22, 2020
‘ডেইলি মেল’ ২০১৬ সালের ১৫ এপ্রিল এই সংবাদটি প্রকাশ করে এবং জানায় ওই সিংহটির নাম কলোম্বাস। যদিও ‘নিউ ইয়র্ক পোস্ট’ দাবি করেছে সিংহটিকে নিয়ে আসা হলেও কোনও শ্যুটিং হয়নি।
**News Src: ABP Ananda
**News Src: ABP Ananda
Social Plugin