Pic source: the national
নতুন বছর থেকেই ষষ্ট বেতন কমিশন লাঘু হওয়ায় সেই অনুসারেই বেতন পাচ্ছেন সরকারী কর্মীরা। এবার, মাদ্রাসা স্কুলগুলির মুখ্য সম্প্রসারক, সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি কর্মীদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

১লা এপ্রিল ২০১৯ থেকে কার্যকর হচ্ছে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন কাঠামো। এমনি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। গত ৫ই মার্চ ২০২০ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাইনোরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে এই নির্দেশিকা জারি হয়েছে।

দীর্ঘদিনধরেই মাদ্রাসা বোর্ডের শিক্ষক অশিক্ষক কর্মীরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করছিল। পুরভোটের আগে সেই দাবি পূরণ করলো রাজ্য সরকার।