![]() |
Pic source: times now |
শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি প্রশান্ত কিশোর ও তাঁর কর্মচারী ওসামার বিরুদ্ধে 'বাত বিহার কি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রকল্পে প্রতারণা ও বিশ্বসঘাতকতার অভিযোগ এনে পাটলিপুত্র থানায় মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল আগামী কয়েক বছরের মধ্যে বিহারকে অন্যতম সেরা রাজ্যে পরিণত করার উদ্দেশ্যে নেওয়া 'রাত বিহার কি' নামের ওই প্রকল্পে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁরা। ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করার পর তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সাথে এই প্রকল্পে যোগ দেন এবং প্রকল্পের সমস্ত কাগজপত্র পিকে এর হাতে তুলে দেন।
যদিও শনিবার পিকে এর আবেদনের ভিত্তিতে পাটনা আদালতে এই মামলার শুনানি হয়। কিন্তু শুনানিযে পিকে এর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
Social Plugin