করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র। সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দ‍্যেশে ভাষন দিয়ে ২১দিনের লক ডাউন ঘোষনা ক‍রেন। সারা দেশে চলছে ২১দিনের লক ডাউন। আজ আবার বিশেষ বক্তব‍্য রাখছেন প্রধানমন্ত্রী। আজ সকাল ১১টায় 'মন কি বাত'-এ বিশেষ বক্তব‍্য রাখবেন প্রধানমন্ত্রী। 

শনিবারই, করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে সহায়তা ও জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিল গঠনের ঘোষণা করেছিলেন মোদি। ট্যুইটারে মোদি জানিয়েছিলেন, এই তহবিল দীর্ঘমেয়াদি ভিত্তিতে স্বাস্থ্যকর ভারত গড়তে সাহায্য করবে। এদিন মন কি বাত'-এ আরো একবার দেশবাসীর কাছে করোনা সংক্রমন রুখতে সহায়তা আহ্বান করবেন তিনি।

Narendra Modi on Twitter

Tune in tomorrow at 11. Tomorrow's episode will be focused on the situation prevailing due to COVID-19. #MannKiBaat