![]() |
pic source: twitter ani |
আমলা থেকে আমলার ছেলে, সারা দেশে অনক ঘটনায় সামনে আসছে যারা বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরে কেউ কেউ সব জেনেও হোম কোয়ারান্টাইনে থাকছে না। বারে বারে প্রাশাসনিক ভাবে বলা হলেও সচেতন হচ্ছেন না অনেকেই। তবে পুরুলিয়ার বলরামপুর থানার ভানগিড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা অবাক করে দিলো সবাইকে।
হোম কোয়ারান্টাইন কাকে বলে তা দেখিয়ে দিলেন পুরুলিয়ার এক অজ গ্রামের মানুষ। বাড়িতে আলাদা থাকার মতো ঘর নেই। তাই বলে পিছু হটলেন না কেউ। চেন্নাই ফেরত গ্রামের সাত যুবক তাই জন্য গাছের ডালে মাচা করে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকছেন।
ভানগিড়ি গ্রামের বাসিন্দারা জানান- গ্রামের সাত যুবক কয়েকমাস আগে চেন্নাইয়ে কাজে গিয়েছিল। করোনাভাইরাসের কারণে তারা কাজ ছেড়ে ট্রেন ধরে বাড়ি ফিরে আসে। রবিবার জনতা কারফিউয়ের দিন খড়গপুর স্টেশনে নেমে গাড়ি করে সোমবার গ্রামে ফেরে। ওই যুবকদের ফিরে আসার খবর পেয়েই তাদের বাড়িতে না ঢুকত দিয়ে গাছের উপর মাচা করে থাকার ব্যবস্থা করে দেয় গ্রামবাসীরা।
গ্রামের এক বাসিন্দা বিজয় সিং লায়া বলেন, ‘‘ওদের মেডিকেল টেস্ট হয়নি। বাড়িতে এমন ঘর নেই যে আলাদা রাখা যায়। তাই একটি গাছের বিভিন্ন ডালে মাচা বেঁধে খাটিয়া চাপিয়ে সাতজনের আলাদা থাকার ব্যবস্থা করে দিই আমরা। ওদের বাড়ির লোকজন চাল-ডাল গাছের তলায় রেখে দিয়ে আসছেন। ওরা দিনের বেলায় নীচে নেমে রান্না করে খেয়ে আবার গাছের উপর উঠে যাচ্ছে। এমনিতে ওদের কোনও রোগভোগ নেই। কিন্তু বাইরে থেকে কেউ আসলে আলাদা রাখতে বলেছে সরকার। তাই এই ব্যবস্থা করেছি।"
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
Social Plugin