Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২ জুলাই কমিটির ডাকে দিনহাটা মহকুমা শাখার ৯ম মহকুমা সাংগঠনিক কনভেনশন


১২ জুলাই কমিটি (শ্রমিক, রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারী,শিক্ষক যুক্ত আন্দোলন কমিটি) র ডাকে  দিনহাটা মহকুমা শাখার ৯ম মহকুমা সাংগঠনিক  কনভেনশন অনুষ্ঠিত হয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে। 

পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মালা প্রদানের মধ্যদিয়ে কনভেনশনের সূচনা হয়। 

সভাপতি মন্ডলী অলোক ঘোষ এবং নিখিল চন্দ্র দাস- এর পরিচালনায় শুরু হয় কনভেনশন। প্রতিবেদন পেশ করেন যুগ্ম  আহ্বায়ক পল্লব দেব। 

এই কনভেনশ থেকে আগামী ১২ জুলাইয়ের আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। সংঠনের মূল দাবী- 
১। ব্যাংক বীমা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষার দাবী।
২। বেকারের কাজের দাবী।
৩। সিএএ, এনপিআর, এনআরসি বাতিলের দাবী।
৪। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবী।
৫। রাজ্যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবী। 

Ad Code