pic source: telegraph 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার ভাইরাসের সংক্রমণ হয়েছে কি হয়নি, তার নমুনা পরীক্ষার অনুমোদন মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে করোনা কিট এসে পৌঁছেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস নির্ণয় পরীক্ষা তৈরি হচ্ছে। এতে নাইসেডে চাপ কমবে। 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে অত্যাধুনিক ল্যাবটিকে বসানো হয়েছে। 

পাশাপাশি, একেবারে শেষপর্যায়ে হাসপাতালের ভাইরাল রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রস্তুতিও । ওই ল্যাবেও পরীক্ষার জন্য বিভিন্নরকম সরঞ্জামপাতি এসে পৌছেছে। আর কয়েকদিনের মধ্যে ওই ল্যাবেও নমুনা পরীক্ষা শুরু হয়ে যাবে।