নাকফুল
ফিরোজ হক্

তোমার নাকফুলের মধ্যে লুকিয়ে রেখেছি  আনন্দ
গালের টোলে খুঁজে পাই তৃপ্তি
বত্রিশ পাটি দাঁতে অট্টহাসি হেসে উঠি
প্রকৃত হাসি।
সুখ।।

তোমাকে সঙ্গ করেই কাটিয়ে দিয়েছি কত বিকেল
চোখের নীচের কালো ছায়া সরাতে
ভূমিকা নিতে চাই।
সাতক্রোশ থেকে সাতজন্ম বুঝিনা প্রিয়।
আমি বুঝি তোমাকে।
তোমাকে নিয়ে কাটিয়ে দিতে যাই প্রতিটি জন্ম
                                                       জন্মান্তর।।
মেঘের ভেলাঅনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন