প্রীতম ভট্টচার্য্যঃ
৮ই মার্চ ২০২০ কৃষ্ণনগরের পাত্র বাজার মাঠ প্রাঙ্গনে খড়খড়ির উদ্যোগে সবাই মিলে মেতে উঠলো এক টুকরো বসন্তে।
সংগঠনের নাম খড়খড়ি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- "বসন্তে ওরাও হাসুক, রঙীন থাক সকলে, আবীরের গন্ধে সুবাসিত হোক মন। আমরা খড়খড়ি, ওদের মন রাঙাতে এবারের বসন্ত আমরা একদিন আগেই পালন করলাম সেই সব খুদে বাচ্চা দের সাথে যাদের জীবনে রং এর প্রয়োজন আমাদের থেকেও অনেকটা বেশি। আমরা সেই সব খুদে দের সাথে এক টুকরো রঙিন সকাল কাটাতে ও তাদের হাতে আবির ও পিচকারী তুলে দিয়ে আমাদের এবারের বসন্তের শুরু করলাম।"
বসন্তের রঙে মেতে উঠতে খড়খড়ির পাশে ছিলেন যতন রায় চৌধুরী, মধুপর্ণা বন্দ্যোপাধ্যায়, সৌগত কুন্ডু,নির্মল সান্যাল,ও যৌথ সহযোগিতায় ছিলেন "নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছে পূরণ" পাত্র বাজার বারোয়ারীর সকল সদস্য বৃন্দ।
এই ছোটো শিশুদের কাছে রঙীন বসন্ত ফিরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী কুর্ণিশ জানিয়েছেন " খড়খড়ি" কে,আগামী দিনে খোলা থাক সব জানালার খড়খড়ি।
Social Plugin