file pic 

আজ নবান্নে একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারি কর্মীদের ডিউটির সময় কমিয়ে দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি রাজ্য সরকারি কর্মীদের শিফট ছিল। এবার সেখান থেকে এক ঘন্টা কমিয়ে বিকেল ৪টে পর্যন্তই চলবে যাবতীয় কাজকর্ম। আগামী বৃহস্পতিবার থেকে এই নয়া শিফট শুরু হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যত ক্ষমতাশালী পরিবারের সদস্যই হোক না কেন। আমি পরীক্ষা করাব না, সেটা হয় না। আমার পরিবারের ক্ষমতাশালী লোক, তাই কিছু করলাম না, এটা মানব না।’ 

পাশাপাশি তিনি  বিদেশ থেকে এলেই বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার জন্যও প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিদেশ থেকে এসে যেখানে-সেখানে ঘুরে বেড়ানোও যাবে না বলে জানান তিনি। 

এছাড়াও, এই আবহে ভুয়ো খবর করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার বলেই জানান মুখ্যমন্ত্রী। এই নিয়ে মামলাও করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে।