Pic source:24ghanta |
নারী দিবসে শুধুমাত্র নারীদের দায়িত্বেই ছুটল ট্রেন। এই প্রথমবার উত্তরবঙ্গে পুরোপুরি মহিলার দায়িত্বে ট্রেন চলল। টিকিট পরীক্ষক, পাইলট, নিরাপত্তারক্ষী সবাই নারী। পূর্ব রেলের মালদা ডিভিশন এমন ভাবেই নারী দিবস পালন করলেন।
রবিবার মালদা-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেনটি বিকেল ৩ টা নাগাদ ট্রেনের নির্দিষ্ট সময়সূচি মেনে দুই পাইলট বা চালক পিয়ালী রায় এবং পিয়াসা দত্ত ট্রেন নিয়ে ছুটল। ট্রেনের গার্ড রঞ্জু ওঁরাও ফ্ল্যাগ নেড়ে চালককে সংঙ্কেত দেন। আর নির্দিষ্ট সময়ে তাঁর গন্তব্য বর্ধমান জংশনে পৌঁছাল। এরকম নজিরবিহীন ঘটনা এর পূর্বে ঘটেনি।
Social Plugin