![]() |
Pic source: transglobe advisor |
প্রাক্তন আইনমন্ত্রী হংস রাজ ভরদ্বাজ ৮৩ বছর বয়সে রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি কংগ্রেসের একজন সিনিয়র নেতাও ছিলেন। ১৯৩৭ সালের মে মাসের ১৭ তারিখ হংস রাজ ভরদ্বাজের জন্ম। শেষ জীবনে তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই মেয়ের সঙ্গে থাকতেন।
সূত্রের খবর, সোমবার বিকাল ৪টা নাগাদ নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
টানা ন’বছর তিনি রাজ্যের মন্ত্রিত্বের ভার বহন করেন পাশাপাশি আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্ণাটক ও ২০১২ সাল থেকে ২০১৩ সাল অবধি কেরলের রাজ্যপাল ছিলেন।
সূত্রের খবর, গত বুধাবার থেকে কিডনির সমস্যা নিয়ে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন তিনই। সেখানেই এদিন সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর।
Social Plugin