SER-10, ময়নাগুড়ি, ৯ মার্চ: গতকাল মাদলের 'ধিতাং ধিতাং' তালে বসন্ত উৎসব পালন করলো গ্রীন লেভেল ওয়েলফেয়ার সোসাইটি। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির এই সংস্থাটি বিগত কয়েক বছর ধরে পিছিয়ে পরা প্রত্যন্ত গ্রামগুলিতে বরাবরই সাহায্য করে চলেছে। কিন্তু গতকাল তাদের দেখতে পাওয়া যায় একটু অন্যরকমভাবে।
গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল বস্তি এলাকায় পিছিয়ে পরা দুস্থ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করতে বসন্ত উৎসবের মধ্য দিয়ে বন বস্তি এলাকার সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বন্য প্রাণী শিকার এবং যাবতীয় বিষয়ে সতর্কবার্তা প্রদান করা হয় ।
মোট ৩০০ জন কচিকাঁচা শিশুদের হাতে তুলে দেওয়া হয় আবির এবং রঙ খেলার খেলনা, সাথে প্রত্যেকটি বন বস্তির মানুষকে নতুন বস্ত্র দান করা হয়।
গ্রীন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অর্নিবান মজুমদার বলেন, গত কয়েক বছর ধরে এই প্রত্যন্ত এলাকায় গ্রীন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছি। যেহেতু বনবস্তি এলাকা এবং এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জঙ্গলের পশুর ভয়ে জঙ্গলের বাইরের পরিবেশে যেতে পারেনা। পারেনা উৎসব উদযাপন করতে। তাই গতকাল রবিবার বনবস্তির সেইসব পিছিয়ে পরা মানুষদের পাশে গিয়ে তাদের সাথেই বসন্ত উৎসব উদযাপন করি।
বসন্ত উৎসবের এই কর্মসূচিতে আর্থিক সহায়তা করেছেন, শিলিগুড়ি নিবাসী রামকুমার জী, নাক্খি পুরিয়া। উপস্থিত ছিলেন বন দপ্তরের কর্মিরা এবং ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য।
বিস্তারিত ভিডিওতে :
Social Plugin